Wellcome to National Portal
মেনু নির্বাচন করুন
Main Comtent Skiped

আমাদের অর্জনসমূহ

সমাজসেবা অধিদফতর সমাজকল্যাণ মন্ত্রণালয়ের অধীনে পরিচালিত গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের সেবা বিভাগের নের্তৃত্ব প্রদানকারী প্রতিষ্ঠানগুলির একটি। এর প্রতিষ্ঠাকাল ১৯৬১খ্রি:। এ অধিদফতরের লক্ষ্য হল- সমাজের দুর্বল, অনগ্রসর, প্রান্তিক, হতদরিদ্রসহ সমাজের বিভিন্ন সম্প্রদায় ও গোষ্ঠীর সক্রিয় অংশগ্রহণ নিশ্চিত করে তাদের আত্মবিশ্বাস বৃদ্ধি করে জীবনমান উন্নয়নে সহায়তা করা এবং দেশের সামগ্রীক উন্নয়ন ও সাফল্য নিশ্চিত করা ।

 

সমাজসেবা অধিদফতর একদিকে যেমন দেশের মানুষের সামাজিক নিরাপত্তার জন্য কাজ করে চলেছে তেমনই দুর্বল, বয়স্ক, বিপদগ্রস্থ, অনাথ, প্রতিবন্ধী ব্যক্তিদের জন্য পুনর্বাসন ও একীভূতিকরণ, মানব সম্পদ উন্নয়ন, দারিদ্র্য বিমোচন, ক্ষমতায়ন এবং অন্যান্য উন্নয়ন কর্মকান্ড সম্পাদন করে থাকে। উপরন্তু, দারিদ্র্য বিমোচন ও মানবসম্পদ উন্নয়নে সমাজসেবা অধিদফতর বিভিন্ন উল্লেখযোগ্য কর্মসূচি আয়োজন করে থাকে। এ সকল কর্মসূচির মধ্যে সামাজিকভাবে অনগ্রসর মহিলাদের প্রশিক্ষণ ও শিশু অপরাধ প্রবণতা দমন কর্মসূচি, পুনর্বাসন, প্রশিক্ষণ, ভবঘুরেদের উন্নয়ন ও পুনর্বাসন, শিশু ও মহিলাদের নিরাপদ হেফাজতি, এতিম-অনাথ শিশুদের লালনপালন, প্রতিবন্ধীদের প্রশিক্ষণ ও পুনর্বাসন, সামাজিক নিরাপত্তা কর্মসূচির মধ্যে বয়স্ক ভাতা, বিধবা ও স্বামী পরিত্যক্তা দুস্থ মহিলাদের ভাতা, অসচ্ছল প্রতিবন্ধী ভাতা, অসচ্ছল প্রতিবন্ধী শিক্ষার্থীদের শিক্ষা উপবৃত্তি দলিত, হরিজন ও বেদে সম্প্রদায়ের জীবনমান উন্নয়ন কর্মসূচির আওতায় বয়ষ্ক ভাতা ও শিক্ষার্থীদের শিক্ষা উপবৃত্তি এবং হিজড়া জনগোষ্ঠীর জীবনমান উন্নয়ন কর্মসূচির আওতায় বিশেষ বয়ষ্ক ভাতা ও শিক্ষার্থীদের শিক্ষা উপবৃত্তি ইত্যাদি উল্লেখযোগ্য। সমাজসেবা অধিদফতরের কর্মসূচিগুলো বর্তমান সরকারের দারিদ্র্য বিমোচনের জাতীয় কৌশলপত্র (National Strategy for Accelerated Poverty Reduction বা NSAPR) এবং MDG এর সাথে সাদৃশ্য রেখে চলেছে।

 

এ বিভাগের প্রধান লক্ষ্য হল মানব সম্পদ উন্নয়নের মাধ্যমে হতদরিদ্রের দারিদ্র্য বিমোচন এবং তাদের অধিকার, সমস্যা এবং প্রয়োজনীয়তা সম্পর্কে আত্মউন্নয়নে উদ্বুদ্ধ করা এবং সচেতন করে সক্রিয় করে তোলা ।

 

*** তথ্য ও যোগাযোগ প্রযুক্তির সর্বোত্তম ব্যবহার ও প্রয়োগের মাধ্যমে ডিজিটাল বাংলাদেশ বিনির্মাণ এবং দেশের আর্থসামাজিক উন্নয়নে অবদানের স্বীকৃতিস্বরূপ সমাজসেবা অফিদফতর-কে “৩য় জাতীয় ডিজিটাল বাংলাদেশ দিবস ২০১৯“-এর সম্মাননা প্রদান করা হয়।

 

এ লক্ষ্যে সমাজসেবা অধিদফতরের আওতাধীন উপজেলা সমাজসেবা কার্যালয়, কমলনগর কর্তৃক ২০১৯-২০২০ অর্থ বছর পর্যন্ত ৫৭১৬ জন বয়ষ্ক ভাতাভোগী, ৩৩৭৬ জন বিধবা ও স্বামী নিগৃহীতা মহিলা ভাতাভোগী এবং ২২৮২ জন অস্বচ্ছল প্রতিবন্ধী ভাতাভোগীসহ সর্বমোট ১১৩৭৪ জন ভাতাভোগী’র নামে ব্যাংক হিসাব খোলা হয়েছে, সকল ভাতাভোগীর ব্যাংক হিসেবে সরাসরি ভাতার অর্থ পরিশোধ করা হচ্ছে। ২৮৫০ জন প্রতিবন্ধী ব্যক্তির সনাক্তকরণ সম্পন্ন করেছে এবং সনাক্তকরণ কার্যক্রম ও প্রতিবন্ধী আইডি (সূবর্ণ নাগরিক) কার্ড বিতরণ কার্যক্রম চলমান রয়েছে। বয়ষ্ক, বিধবা ও স্বামী নিগৃহীতা মহিলা ভাতা এবং অস্বচ্ছল প্রতিবন্ধী ভাতাভোগীদের ডিজিটাল তথ্য ভান্ডার ইতোমধ্যে প্রায় শতভাগ সম্পন্ন হয়েছে।