গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের সংবিধানে ১৫(ঘ) অনুচেছদের আলোকে দেশের বিভিন্ন অনগ্রসর শ্রেণির জন্য সাংবিধানিক অঙ্গীকার পূরণের লক্ষ্যে সরকারের অভিপ্রায় বাস্তবায়নে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করার ক্ষেত্রে এ অধিদফতর পথিকৃৎ হিসেবে স্বীকৃত।
২০১৮-২০১৯ অর্থবছরের সম্ভাব্য প্রধান অর্জনসমূহ:
- ৯৫ জন বিশিষ্ট মুক্তিযোদ্ধাগণকে সম্মানী ভাতা প্রদান।
- ৫২৪৯ জন ব্যক্তিকে বয়ষ্ক ভাতা প্রদান।
- ২৮৩৯ জনকে বিধবা ও স্বামী নিগৃহীতা মহিলা ভাতা প্রদান।
- ১৩১০ ব্যক্তিকে অসচ্ছল প্রতিবন্ধী ভাতা প্রদান।
- ৬১ জন প্রতিবন্ধী শিক্ষার্থীকে শিক্ষা উপবৃত্তি প্রদান।
- ৩১ জন বেদে ও অনগ্রসর জনগোষ্ঠীর বয়ষ্ক ভাতা প্রদান।
- ৩৫ জন বেদে ও অনগ্রসর শিক্ষার্থীকে শিক্ষা উপবৃত্তি প্রদান।
- ০৯ জন হিজড়া ব্যক্তিকে বিশেষ বয়ষ্ক ভাতা প্রদান।
- ০২ জন হিজড়া শিক্ষার্থীকে শিক্ষা উপবৃত্তি প্রদান।
- ০৪টি বেসরকারি এতিমখানার মাধ্যমে ৬৭ জন সুবিধাবঞ্চিত শিশুর আবাসন, শিক্ষা, প্রশিক্ষণ নিশ্চিত করা।
- ০৪টি নিবন্ধনকৃত বেসরকারী প্রতিষ্ঠানে অনুদান প্রদান।
- ক্যান্সার, কিডনী, লিভার সিরোসিস, স্ট্রোকে প্যারালাইজড, জন্মগত হৃদরোগ এবং থ্যালাসেমিয়ায় আক্রান্ত রোগীর মাঝে ১৩ জনকে ৫০,০০০/- টাকা হারে ৬,৫০,০০০/- টাকার চেক প্রদান।
- মুক্তিযোদ্ধাদের সম্মানী ভাতা G2P পদ্ধতীতে প্রদানের লক্ষ্যে তালিকা যাচাই বাচাই করে মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ে প্রেরণ করা হয়েছে এবং সেপ্রেক্ষিতে G2P পদ্ধতীতে প্রদানের কার্যক্রম চালু হয়েছে।
- শহীদ ও মৃত বীর মুক্তিযোদ্ধাদের সমাধিস্থল সংরক্ষণের নিমিত্তে প্রয়োজনীয় তথ্যাবলি সংগ্রহ কার্যক্রম চলমান রয়েছে।